করতোয়া থেকে শিশুর লাশ উদ্ধার

পঞ্চগড়ের করতোয়া নদীতে গোসল করতে গিয়ে সুমি (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা শিশু সুমির লাশ উদ্ধার করে। সে শহরের ধাক্কামারা ডিস্টিলারিজ এলাকার সহিদুল ইসলামের মেয়ে এবং ড. আবেদা হাফিজ গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
পরিবার জানায়, সুমি সকালে শহরের নিমনগর এলাকায় তার বোন নার্গিস বেগমের বাসায় বেড়াতে আসে। পহেলা বৈশাখ উপলক্ষে মুখে আলপনা এঁকে দুপুরে বোনের বাসার পাশে করতোয়া নদীতে গোসল করতে যায়।
দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় সুমির আত্মীয়স্বজনরা তাকে নদীতে খুঁজতে যায়। নদীর পাড়ে তার কাপড় পড়ে ছিল। পরে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
দীর্ঘক্ষণ পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নদী থেকে সুমির মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. সোলায়মান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।