নওগাঁয় দুই যুবক আটক, অস্ত্র-বোমা উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় দুই যুবককে আটকের পর তাঁদের দেওয়া তথ্য অনুয়াযী অস্ত্র-গুলি ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কের জয়বাংলার মোড় থেকে তাঁদের আটক করা হয়েছে।
এঁরা হলেন আবু হুরাইরা (২৫) ও আরমান আলী (৪০)। পুলিশের দাবি, এঁরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। আবু হুরাইরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিসা গ্রামের এবং আরমান আলী দৌলতপুর উপজেলার পাতকোলা গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিকে সকাল ১১টায় দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যমতে, একটি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল, তিনটি ককটেল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী। তাঁরা অস্ত্র বিক্রির জন্য মান্দায় এসেছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নাশকতার কাজে ব্যবহার করার জন্য অস্ত্র ও ককটেলগুলো এই এলাকায় নিয়ে আসা হয়েছে বলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন।
পুলিশ সুপার আরো জানান, এই অস্ত্র ও ককটেল কেনাবেচার চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।
এ ব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মান্দা থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।