চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানিয়েছেন, উপজেলার সরোয়াতলীর বটতলী শীলপাড়ায় মা-মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় গৃহকত্রী শেলী শীলের ঝুলন্ত ও পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। একই পরিবারের আট মাসের শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় আইনজীবী সহকারী অসীম শীল কর্মস্থলে ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেয়ে অন্তরাকে শ্বাসরোধে হত্যার পর মা শেলী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার কারণ জানা যায়নি।