নির্বাচনী প্রতিক নিতে এসে ভটভটির চাপায় বৃদ্ধের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/19/photo-1461072576.jpg)
জামালপুরের মাদারগঞ্জে নির্বাচনী প্রতীক নিতে এসে ভটভটির চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের জুনাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সফর আলীর (৭০) বাড়ি ওই উপজেলর সিধুলী ইউনিয়নের মদনগোপাল গ্রামে। জামালপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ বাড়িতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চতুর্থ দফায় মাদারগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। সিধুলী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী জোসনা বেগমের পক্ষে প্রতীক নেওয়ার জন্য তাঁর সমর্থকরা বেশ কয়েকটি ভটভটি নিয়ে মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা দেড়টার দিকে গুনারিতলা ইউনিয়নের জুনাইল পল্লী বিদ্যুতের সাব-সেন্টারের কাছে এসে মিছিল করা অবস্থায় চলন্ত ভটভটি থেকে সফর আলী পড়ে যান। এ সময় পেছনে আসা অন্য আরেক ভটভটির নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল বলেছেন, ভটভটির চাপায় বৃদ্ধ সফর আলীর মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।