নতুন চ্যাম্পিয়ন উখিয়ার শামসু বলী

চট্টগ্রামে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় এবার জয়ী হয়েছেন উখিয়ার শামসু বলী। টানা ১২ বছরের চ্যাম্পিয়ন দিদার বলীকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন উখিয়ার এ তরুণ।
লোকজ সংস্কৃতির এ উৎসবকে ঘিরে চট্টগ্রামে চলছে তিনদিনের বৈশাখী মেলা।
নগরীর লালদীঘি মাঠে শক্তিমত্তার এ খেলার জন্য আলাদা মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চে একে একে লড়াইয়ে অংশ নেন বিভিন্ন বয়সের পালোয়ান। জব্বারের বলীখেলায় এবার অংশ নিয়েছেন শতাধিক বলী। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন নানা বয়সের প্রতিযোগীরা। তরুণ ও যুবকের পাশাপাশি অংশ নিয়েছেন বৃদ্ধ বলীরাও। বলীদের শক্তি প্রদর্শনের সঙ্গে সঙ্গে মেতে উঠছে হাজার হাজার দর্শক।
প্রথমবারের মতো এ বিশাল আয়োজনে এসেছেন উখিয়ার শামসু বলী। আর এসেই পরাজিত করেছেন দীর্ঘদিনের চ্যাম্পিয়ন রামুর দিদারকে। দীর্ঘদিন রাজত্ব করা দিদার বলীকে হারানোর পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। দীর্ঘ ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর বিচারকরা শামসুকে জয়ী ঘোষণা করেন। তবে ফলাফল নিয়ে প্রশ্ন তুললেও পরে নির্ধারিত ট্রফি ও অর্থ পুরস্কার গ্রহণ করেছেন দিদার বলী।
জয়ী হওয়ার পর শামসু বলী সাংবাদিকদের বলেন, ‘আমার আশা-আকাঙ্ক্ষা ছিল জয়ী হওয়ার। আল্লাহর রহমতে আমার আশা পূরণ হয়েছে। আমি খুবই আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরো ভালো খেলতে পারি।’
আয়োজনের শুরুতে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার। বিজয়ীদের হাতে খেলা শেষে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে সংগঠিত করতে এ খেলার প্রচলন করেন ব্যবসায়ী আবদুল জব্বার। এবার ১০৭ বছরে পা দিয়েছে এ খেলা।