আন্তর্জাতিক মহড়া শেষে দেশে ফিরেছে ‘সমুদ্র অভিযান’

তিনটি আন্তর্জাতিক সমুদ্র মহড়া শেষ করে ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান।
গত ৪ এপ্রিল নৌবাহিনীর চট্টগ্রামের ঈশাখাঁ ঘাঁটি থেকে ২০৩ জন সদস্য নিয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করে যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। সেখানে ১১ থেকে ১৬ এপ্রিল অনুষ্ঠিত ১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম, দ্বিতীয় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ এবং ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০১৬-তে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান।
এসব মহড়ায় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২১টি সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্র অংশ নেয়।
মহড়া শেষে মালয়েশিয়ার কেলাং বন্দরে শুভেচ্ছা সফরের জন্য যাত্রাবিরতি করে সমুদ্র অভিযান। সেখান থেকে আজ দেশে ফিরেছে যুদ্ধজাহাজটি।