নারায়ণগঞ্জের ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের শোক
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ১০ পুণ্যার্থী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। রাজধানীর ব্রিটিশ দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
শোকবার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাষ্টমীর পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যুতে তিনি শোকাহত। নিহতের পরিবারের সদস্যদের তিনি সমবেদনা জানান।
আজ শুক্রবার বেলা ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাষ্টমীর পুণ্যস্নানে পদদলিত হয়ে সাত নারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।