অনিবন্ধিত অটোরিকশা চলাচলে বাধা, চট্টগ্রামে ৯ মে ধর্মঘটের ডাক

চট্টগ্রাম মহানগরে অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী সোমবার ৯ মে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ মুছা অভিযোগ করে বলেন, উচ্চ আদালতের আদেশ থাকার পরও পুলিশ অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি ও অটোরিকশাচালকদের শারীরিক নির্যাতন করছে।
মোহাম্মদ মুছা বলেন, ‘আগামী এক মাসের মধ্যে যদি অনিবন্ধিত সিএনজি অটোরিকশার নিবন্ধন প্রদানসহ ছয় দফা দাবি কার্যকর করার যথাযথ উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন তথা লাগাতার ধর্মঘট আহ্বান ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না।’
পরিবহন নেতারা জানান, দাবি আদায়ে আগামী সোমবার বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।