চট্টগ্রামে হরেক রকম মেলা বন্ধের দাবি

চিটাংগ মেট্টোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ছবি : এনটিভি
পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামে খোলা মাঠে বিভিন্ন পণ্যের বিক্রয় প্রদর্শনীসহ হরেক রকম মেলা বন্ধের দাবি জানিয়েছে মেট্টোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় লিখিত বক্তব্য পড়েন চিটাগাং মেট্টোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাসেম। সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা খাইরুল ইসলাম ককসি ও মোস্তাক আহমেদ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রমজানকে সামনে রেখে নগরীর খোলা মাঠ, কমিউনিটি সেন্টারগুলোতে মাসব্যাপী মেলা আয়োজন করে বিভিন্ন ভূঁইফোড় সংগঠন। এতে বিভিন্ন শপিং মল ছাড়াও নগরীর দোকানগুলোতে বিক্রি কমে যায়। এ ছাড়া ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে আগামী অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর ও শুল্ক আইন বাস্তবায়ন না করার দাবি জানানো হয়।