যশোরে জিপিএ ৫ পেয়েছে ৯৪৪৪ শিক্ষার্থী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৮৫। আর জিপিএ ৫ পেয়েছে নয় হাজার ৪৪৪ শিক্ষার্থী।
আজ বুধবার দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।
এবারের পরীক্ষায় যশোর বোর্ড থেকে অংশ নেয় এক লাখ ৪৮ হাজার ৬৪ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩৫ হাজার ৯৯৪ শিক্ষার্থী।
গতবার যশোর বোর্ডে পাসের হার ছিল ৮৪ দশমিক ৫১ এবং জিপিএ ৫ পেয়েছিল সাত হাজার ১৯৮ শিক্ষার্থী।