ভূমিকম্প প্রতিরোধী শহর নির্মাণের তাগিদ

ভূমিকম্প প্রতিরোধী শহর নির্মাণ করতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ শুক্রবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ভূমিকম্প প্রতিরোধক কাঠামো শীর্ষক সেমিনারে এ কথা বলেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র ও ভারতের ত্রিপুরা রাজ্য কেন্দ্র।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম ও ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক অরিজিৎ বণিক।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সাদেক মো. চৌধুরী ও আবদুর রশিদ বক্তব্য রাখেন। সেমিনারে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষতি এবং সমস্যা সমাধানে নির্দেশনা তুলে ধরেন।