ভিক্ষু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৌদ্ধ ভিক্ষু মংসই উকে (৭৮) গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে চট্টগ্রাম বৌদ্ধ সমিতি।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সমিতির উদ্যোগে মানববন্ধনে ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আদর্শ কুমার বড়ুয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন বৌদ্ধ সমিতি মহাসচিব সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি মৃকুন্দ প্রসাদ বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ সংস্হার সাধারণ সম্পাদক দুলাল বড়ুয়া। বক্তারা বান্দরবনে নাইক্ষংছড়িতে ভিক্ষু হত্যার ঘটনা প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি জানান।
১৪ মে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রায় দুই বছর আগে বৌদ্ধ ক্যায়াংটি প্রতিষ্ঠা পর থেকেই ক্যায়াংয়ের প্রধান ভিক্ষু হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
এ হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা বর্তমানে পাঁচদিনের রিমান্ডে আছে।