এ্যানিকে পুরোনো মামলায় গ্রেপ্তার না দেখাতে রিট

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে জামিন পাওয়ার পর পুরোনো কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
আজ রোববার এ্যানির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ-সংক্রান্ত একটি আবেদন দায়ের করেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
চলতি সপ্তাহে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।
আবেদনে বলা হয়, এর আগে সব মামলায় জামিন পাওয়ার পরও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারামুক্তি দেওয়া হয়নি। কারণ কারামুক্তি দেওয়ার সময় তাঁকে পুনরায় জেলগেটে গ্রেপ্তার দেখানো হয়। ফলে তাঁর কারামুক্তি বাধাপ্রাপ্ত হয়। তাই ভবিষ্যতে তাঁর কারামুক্তির ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয় এবং পুরোনো মামলায় যাতে গ্রেপ্তার না দেখানো হয় এ বিষয়ে হাইকোর্টের যথাযথ আদেশ দেওয়া প্রয়োজন। আবেদনে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, আইজিপি ও আইজি প্রিজনকে বিবাদী করা হয়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বর্তমানে কারাগারে রয়েছেন।