বান্দরবানে মাদকসহ গ্রেপ্তার ১

বান্দরবানে গ্রেপ্তার হওয়া রণজিত চৌধুরী। ছবি : এনটিভি
বান্দরবানে রণজিত চৌধুরী (২৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রণজিত ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা, হেরোইনসহ নিষিদ্ধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রোববার রাতে জেলা শহরের বালাঘাটে একটি বাড়িতে অভিযান চালিয়ে রণজিতকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা ও ১১ লিটার চোলাই মদ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, মাদক চক্রের হোতা রণজিতকে আজ সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।