ঝিনাইদহে মাথায় গুলি করে ছিনতাই, যুবক আটক

ঝিনাইদহ সদরে পূবালী ব্যাংকের এক গ্রাহকের মাথায় গুলি করে অর্থ লুটের ঘটনায় সন্দেহভাজন তুহিন (৩০) নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গতকাল রোববার রাতে শহরের খালপাড় এলাকার নিজ বাড়ি থেকে তুহিনকে আটক করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার ক্লু উদ্ঘাটন করা গেছে। লুটের টাকা দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। জড়িতদের আটক করা হবে।’
গতকাল সকাল ১০টার দিকে পূবালী ব্যাংকের ওই শাখার সিঁড়িতে হাসানুল ফারুক (৫৫) নামের এক গ্রাহকের মাথায় গুলি করে নগদ ১০ লাখ আট হাজার টাকা ও চার লাখ ৫০ হাজার টাকার চেক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
অর্থ লুটের ঘটনার পর সরকারি কেসি কলেজের সামনের একটি খাবার হোটেলের ক্লোজড সার্কিট টিভির (সিসিটিভি) ক্যামেরায় দুর্বৃত্তদের ফুটেজ পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে ছয় আরোহী ছিল। এদের মধ্যে দুজন চালকের মাথায় হেলমেট ছিল।
অর্থ লুটের ঘটনায় গতকালই সদর থানায় মামলা হয়েছে।
আহত হাসানুল ফারুক জানান, ব্যাংকের প্রথম তলার সিঁড়িতে ওঠামাত্রই পাঁচ-ছয় দুর্বৃত্ত তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দেন। তখন তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দুর্বৃত্তরা। এর পর তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা আরো দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।