শেরপুরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

শেরপুর জেলা সদরের লছমনপুর ইউনিয়নের বাছুর আলগা গ্রামের একটি ডোবা থেকে উদ্ধারের পর শিশুর লাশ থানার সামনে। ছবি : এনটিভি
শেরপুর জেলা সদরের লছমনপুর ইউনিয়নের বাছুর আলগা গ্রামের একটি ডোবা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম সুমন (৮)। সে বাছুর আলগা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নিহত সুমনের বাবা খোরশেদ আলম জানান, আজ দুপুর ১টার পর থেকে সুমনকে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ি থেকে একটু দূরের এক ডোবায় সুমনের লাশ দেখতে পেয়ে তাঁকে খবর দেওয়া হয়। ডোবার মালিক আইতুল্লাহ। সুমনের শরীরের আঘাতের চিহ্ন ছিল।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেছি। তদন্তের পরই কীভাবে ছেলেটি মারা গেছে তা জানা যাবে।’