চাঁপাইয়ের ব্যাগিং পদ্ধতির বিপুল আম যাচ্ছে বিদেশ

চলতি বছর আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম বিদেশে রপ্তানি করা শুরু হয়েছে। গত বছর সীমিত আকারে রপ্তানি শুরু হয়। তবে এবার রপ্তানির পরিমাণ হচ্ছে বেশি।
আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, রপ্তানির সম্ভাবনাকে মাথায় রেখে চাঁপাইনবাবগঞ্জের প্রায় সাড়ে ২৪ হাজার হেক্টর আমবাগানের মধ্যে এ বছর আমচাষিরা ২৪ লাখ আমে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করেন। ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের মধ্যে প্রথম পর্যায়ে আজ চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থেকে তিন টন আম রপ্তানিকারকদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে গত বছর মাত্র ৫০০ টন আম বিদেশে রপ্তানি হলেও এবার তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় দুই হাজার টন আম বিদেশে রপ্তানি করা হবে। এতে করে প্রযুক্তি ব্যবহার করা আমচাষিরা ব্যাপক লাভবান হবেন বলে আশা করা হয়।
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজদার রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন।