ছাতক উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপিত

ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে হীরক জয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি : এনটিভি
ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে হীরকজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ফনীভূষণ চৌধুরী। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহর প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব মঈনুল হোসেন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় স্কুলের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন। রাতে শিল্পী সুবীর নন্দীসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
এদিকে দুপুরে অনুষ্ঠানের অংশ হিসেবে সুনামগঞ্জ শহরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।