মুন্সীগঞ্জে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ১২

জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে আজ শনিবার মুন্সীগঞ্জে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি
জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার জেলা গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে এঁদের গ্রেপ্তার করা হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আজ দুপুর ১টার দিকে উপজেলার সন্তোষপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ।
এ সময় সিরাজদীখান উপজেলা জামায়াতের সেক্রেটারি মজিবুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁর বিরুদ্ধে সিরাজদীখান থানায় নাশকতার মামলা রয়েছে।