গোপালগঞ্জে ২১ জন গ্রেপ্তার

বিশেষ অভিযান চালিয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ডাকাত, মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জেলার পাঁচ থানা এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দেশব্যাপী জঙ্গি দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলায় অভিযান চালানো হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানায় পাঁচজন, কোটালীপাড়া থানায় সাতজন, টুঙ্গিপাড়া থানায় পাঁচজন ও মুকসুদপুর থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতদের মধ্যে ডাকাত, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের আজ শনিবার বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।