শেরপুরে এক জেএমবি সদস্যসহ গ্রেপ্তার ৩৭

পুলিশের চলমান অভিযানে শেরপুর জেলায় গত ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৩৭ জন। এদের মধ্যে একজন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য রয়েছেন বলেও পুলিশ দাবি করেছে। এ ছাড়া রয়েছেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী এবং মাদক বিক্রেতা।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম মারুফ হোসেন রনি। পুলিশ গতকাল শুক্রবার সকালে শেরপুর জেলা শহরের নওহাটা নিজ বাসা থেকে রনিকে আটক করে পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মারুফ হোসেন রনি জেএমবির সক্রিয় সদস্য। রনি ২০০৫ সালে সিরিজ বোমা হামলার আসামি ছিলেন। শেরপুর সদর থানায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।
তবে বোমা হামলার মামলায় আদালতের রায়ে রনি মুক্তি পান বলেও জানান ওসি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ জানান, মোট ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।