বরিশালে আ. লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহিউদ্দিন হাওলাদার (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ শনিবার বেলা ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিনের বাড়ি ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, মহিউদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
নিহতের ভাই শাহজালাল জানান, আজ বেলা ৩টার দিকে মহিউদ্দিন বাড়িতে আসার পথে কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় যুবলীগ নেতা ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন, শওকত, বশির খানসহ বেশ কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুনুর রশিদ তাঁকে মৃত ঘোষণা করেন।
ডা. মামুনুর রশিদ জানান, পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার কারণে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে মহিউদ্দিনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটক করার চেষ্টা চলছে।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠিয়েছে পুলিশ।