শেরপুর সেক্টরস কমান্ডারস ফোরাম সম্পাদককে হত্যার হুমকি

শেরপুর জেলা সেক্টরস কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফকির আখতারুজ্জামানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে একটি মুঠোফোন থেকে মেজর জিয়াউল হক পরিচয়ে তাঁকে এই হুমকি দেওয়া হয়।
ফকির আখতারুজ্জামান জানান, শুক্রবার দুপুরে একটি মুঠোফোন থেকে তাকে ফোন করে মেজর জিয়াউল হক পরিচয়ে একজন বলেন, আমার নাম হয়তো শুনেছেন। আপনার কাছে একটি আর্মড টিম যাওয়ার কথা ছিল। কিন্তু আমি পাঠাইনি। আপনাকে আর্থিক সহায়তা করতে হবে। না হলে আপনার বিপদ আছে।’
এ ব্যাপারে ফকির আখতারুজ্জামান বলেন, ‘সারা দেশে গুম হত্যার কোনো কূল কিনারা হচ্ছে না। উপরন্তু যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির পক্ষে কাজ করা এবং বিবিসিসহ বিভিন্ন মিডিয়ায় বক্তব্য প্রদান করায় আমার ওপর ক্ষোভ থেকে কেউ জীবননাশের হুমকি দিতে পারে।’
ফকির আখতারুজ্জামান যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখিকা মিনা ফারাহ সম্পাদিত শেরপুর থেকে বের হওয়া ‘সাপ্তাহিক জয়’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।