খুলনায় শপিংমলে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

কম দামের পণ্য দ্বিগুণের বেশি দামে বিক্রি করার অভিযোগে খুলনায় বেশ কয়েকটি দোকান ও শপিংমলকে জরিমানা করা হয়েছে।
৬০০ টাকার কেনা শার্ট দুই হাজার ৬০০ টাকা, দুই হাজার ৫০০ টাকায় কেনা পণ্য ছয় হাজার টাকায় বিক্রির অভিযোগে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল রোববার মোবাইল কোর্ট বসিয়ে খুলনার একাধিক অভিজাত দোকান ও শপিংমল মালিকদের এ অর্থদণ্ড প্রদান করেন।
অর্থদণ্ড দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—শপিংমল সেইফ এন সেইভ, আবুল ব্রাদার্স, জালাল স্টোর, অঞ্জনস, ময়নামতি।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, পবিত্র মাহে রমজানের শুরুতেই বাজার মনিটরিং কমিটির সভায় অভিজাত দোকানে গলাকাটা দাম নিয়ে আলোচনা হয়। এর ভিত্তিতে সহকারী কমিশনার আতিকুল ইসলামের নেতৃত্বে রোববার বিকেলে খুলনা নিউমার্কেট প্রাঙ্গণে অভিজাত বৃহৎ শপিংমল সেইফ এন সেইভে অভিযান চালান। এ সময় ভোক্তা অধিকার আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘন করে অবৈধ প্রক্রিয়াই পণ্য প্রক্রিয়াকরণ করার কারণে এবং ৪৫ ধারা লঙ্ঘন করে পণ্যের ক্রয়মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় সেইফ এন সেইভকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একইভাবে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অভিযোগে খুলনা নিউমার্কেটের বহুল আলোচিত জালাল স্টোরকে ৮০ হাজার ও ময়নামতিকে ৬০ হাজার টাকার অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসক নাজমুল আহসান আরো জানান, একইভাবে মাত্র ৬০০ টাকার শার্ট কিনে তা দুই হাজার ৬০০ টাকা নির্ধারিত দরে বিক্রি করার অপরাধে আবুল ব্রাদার্সকে ৮০ হাজার ও অঞ্জনসকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসব অভিযানে খুলনা ৩ নম্বর আর্মস ব্যাটালিয়ন পুলিশ উপস্থিত ছিল।
এদিকে, খুলনা জেলা প্রশাসকের এই মোবাইল কোর্ট এবং অর্থদণ্ডের ঘটনায় সাধুবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
ঈদের বাজারে আসা একাধিক ক্রেতা নগরীর অভিজাত দোকানে গলাকাটা দামের কথা উল্লেখ করে এই অভিযান অব্যাহত রাখার দাবি জানান।