জাতীয় সংসদে এরশাদ
দেশে সুশাসন প্রশ্নবিদ্ধই নয়, গুলিবিদ্ধও

জাতীয় সংসদে আজ সকালে বক্তব্য দেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশে সুশাসন আজ শুধু প্রশ্নবিদ্ধই নয়, তা গুলিবিদ্ধও।’
আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদে বাজেট বিষয়ে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন এরশাদ।
দেশের এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, “২০০৪ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৭১৫ জন 'বন্দুকযুদ্ধে' মারা গেছে। সাধারণ মানুষ আজ দেশে নিরাপদ নয়।”
আর্থিক খাতে অনিয়মের একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে এরশাদ আরো বলেন, ‘অর্থনৈতিক খাতে লুটপাট ও টাকা পাচার না হলে অনেক আগেই ৭ শতাংশ জিডিপি অর্জন করা যেত।’
সংসদে এরশাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘গণতন্ত্রের জন্য কোনো খুনির সঙ্গে আওয়ামী লীগ সমঝোতা করতে পারে না।’
এ সময় ঘন ঘন সিদ্ধান্ত বদলকারী হিসেবে এরশাদকে অভিহিত করেন নাসিম।