লেহেঙ্গা নিয়ে দ্বন্দ্ব, স্বামীর ‘আত্মহত্যা’

মার্কেট থেকে স্ত্রীর জন্য লেহেঙ্গা কিনেছিলেন স্বামী। কিন্তু পছন্দ হয়নি স্ত্রীর। এ নিয়ে মঙ্গলবার রাতভর দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। আজ বুধবার নিজ ঘরে ওই স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া পূর্বপাড়ায়। নিহত স্বামীর নাম আকাশ শেখ (২২)। তিনি উপজেলার শাহনাজ জুটমিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক ছিলেন।
স্থানীয় লোকজন জানায়, মৃত আকাশ শেখ দেয়াড়া পূর্বপাড়ার বাসিন্দা ইদ্রিস শেখের ছেলে। দেড় বছর আগে আকাশের বিয়ে হয়। মঙ্গলবার স্ত্রীর জন্য মার্কেট থেকে একটি লেহেঙ্গা কিনে বাড়িতে যান আকাশ। কিন্তু সেটি সেটি পছন্দ না হওয়ায় ধীরে ধীরে বিষয়টি তিক্ততার দিকে যায়। দুজনের মধ্যে বিরোধ ও মনোমালিন্য দেখা যায়। রাতে অনেক বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আজ ভোরে আকাশ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় স্বামী আকাশ শেখ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।