শেরপুরে জমি নিয়ে হামলায় একজন নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়ায় জমি নিয়ে হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে বিরোধপূর্ণ একটি জমিতে ধান লাগানো নিয়ে এই হামলার ঘটনায় নিহত হন ময়েজ উদ্দিন (৫৫)।
হামলায় গুরুতর আহত ময়েজ উদ্দিনের স্ত্রী জুলেখা বেগম (৪০) ও ছেলে হাবিবুর রহমানকে (২২) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে ময়েজ উদ্দিনের সঙ্গে তালেব আলী ও আলম নামের ব্যক্তিদের বিরোধ চলে আসছিল। আজ জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে তালেব ও আলম পক্ষের লোকজন ময়েজ উদ্দিনের লোকজনের ওপর আক্রমণ করে। এ সময় ময়েজ উদ্দিন, তাঁর স্ত্রী ও ছেলে আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ময়েজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।’
এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি। তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলেও জানান তিনি।