ভিটামিন ‘এ’ প্লাসের জন্য প্রস্তুত খুলনা

সারা দেশে আগামী শনিবার শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। খুলনা মহানগরীতে মোট ৯১ হাজার ৮৪২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। আর খুলনা জেলার নয়টি উপজেলা এবং দুটি পৌরসভায় এক লাখ ৬৮ হাজার ১১৭ শিশুকে খাওয়ানো হবে এ ভিটামিন। আর এ কাজে যাবতীয় প্রস্তুতি নিয়েছে খুলনা জেলা।
আজ বৃহস্পতিবার খুলনা স্কুল হেলথ ক্লিনিকে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। খুলনা সিভিল সার্জনের কার্যালয় ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম। সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, মহানগরীতে মোট ৯১ হাজার ৮৪২ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ৭৭৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা ৮১ হাজার ৬৭ জন। জেলার নয়টি উপজেলার এবং দুটি পৌরসভায় মোট এক লাখ ৬৮ হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৯ হাজার ১৫৯ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৯৫৮ জন।
সভায় আরো জানানো হয়, এ বছর সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট দুই হাজার ১৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সিটি করপোরেশনে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর কেন্দ্র সংখ্যা ৫৮০টি। এ ছাড়া ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে ৮০টি। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পরিচালিত কেন্দ্র থাকবে ৫০টি।
এ ছাড়া দুটি পৌরসভা এবং জেলার নয়টি উপজেলায় মোট টিকাকেন্দ্র এক হাজার ৭৬২টি। এর মধ্যে নিয়মিত টিকাদান কেন্দ্র এক হাজার ৬৫৬টি, স্থায়ী টিকাদান কেন্দ্র নয়টি, অতিরিক্ত কেন্দ্র ৬৮টি এবং ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র ২৯টি। মোট স্বেচ্ছাসেবকের সংখ্যা চার হাজার ৬৩৩ জন এবং মাঠকর্মীর সংখ্যা ৬৫৩ জন।
সভায় সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুদের ভরাপেটে এটি খাওয়াতে হবে। ছয় মাসের নিচে কোনো শিশুকে এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। সরকারের সঠিক পদক্ষেপের ফলে অন্ধত্ব রোগ অনেক কমে গেছে। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সবাই মিলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময়ে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন, বিটিভির খুলনা জেলা সংবাদ প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক ম. জাভেদ ইকবাল, খুলনা বেতারের সহকারী পরিচালক মো. মামুন আকতার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মোরশেদ আহমেদ এবং ঢাকা টাইমসের খুলনা ব্যুরোরপ্রধান শেখ আবু হাসান।
সভায় স্বাগত বক্তৃতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী মো. আরিফুর রহমান।