খুলনায় শিবিরের দুই নেতা গ্রেপ্তার

খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান খালিদ (২৩) এবং মানবসম্পদবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিকীকে (২২) আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান খালিদ (২৩) এবং মানবসম্পদবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিকীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মুকুল কুমার ঘোষ।
পরিদর্শক জানান, সকালে দৌলতপুর যশোর রোড দিয়ে মোটরসাইকেলে আসার পথে নতুন রাস্তা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটকদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান পরিদর্শক।