রিমান্ড শেষে আবার জেলে কুয়েটের ছাত্র

গুলশানে জঙ্গি হামলার ঘটনা সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেপ্তার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র রবিউল হাসান ইমনকে রিমান্ড শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ সোমবার দুদিনের রিমান্ড শেষে ইমনকে আদালতে পাঠায় খুলনার খানজাহান আলী থানা পুলিশ। মুখ্য মহানগর হাকিমের আদালত ইমনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ইমন কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র।
কুয়েট কর্তৃপক্ষ গত ১৩ জুলাই ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘ফেসবুকে গুলশান ট্রাজেডি নিয়ে সে কিছু লেখালেখি করে। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
ওসি আশরাফুল আলম আরো জানান, ইমন ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে। সে পাবনা জেলার আমিনপুর থানার আমিনপুর গ্রামের বাসিন্দা।