চট্টগ্রামে প্রিমিয়ার ফুটবল লিগের নিরাপত্তা নিয়ে সভা

চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ সুষ্ঠুভাবে আয়োজনে নিরাপত্তা বাহিনীর সাথে মতবিনিময় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
আজ সোমবার নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ কমিশনার ইকবাল বাহার, উপপুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭-এর এএসপি মোহাম্মদ জালাল উদ্দীন, চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভায় পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, প্রিমিয়ার ফুটবল লিগ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামের খেলার মাঠ, খেলোয়াড়দের থাকার হোটেল, চলাচলের পথ, অনুশীলনসহ সব ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান তিনি।
আগামী ২৪ জুলাই রোববার থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। চট্টগ্রামে লিগের মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২০ জুলাই বিকেলে প্রিমিয়ার লিগ উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে।