আবাহনী-মোহামেডানের লড়াইয়ে হারেনি কেউ

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই লড়াইয়ে হারেনি কোনো দলই। প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগের মতো দ্বিতীয় লড়াইয়েও ড্র হয়েছে ম্যাচটি।
আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর আগে প্রথম লেগে ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।
ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। আবাহনী ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে ক্যামেরুনের ইয়াসান বক্সে ঢুকে গোলকিপার শহীদুল আলম সোহেলের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফিরে আবাহনী। মোহামেডানের ডিফেন্ডার কোলিদিয়াতি ভুল পাসে বল তুলে দেন রাফায়েলের পায়ে। সানডের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট উরু নাগাতার পায়ে লাগার পর সুযোগসন্ধানী টোকায় জাল খুঁজে নেন হাইতির বেলফোর্ট।
এর পর কোনো দলই গোলের দেখা পায়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। এই ড্রয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। আর বসুন্ধরা কিংস ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।