ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ ফুটবল, সাফল্যে আশাবাদী দলগুলো

আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ রোববার রাজধানীর এক হোটেলে পৃষ্ঠপোষক ও টিভি সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১২ দলের অধিনায়কে পরিচয় করিয়ে দেওয়া হয়।
লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের নেতৃত্ব দেবেন ব্রাজিলিয়ান রবসন দা সিলভা। মোহামেডান স্পোর্টিং লিমিটেডের মালির সুলেমান দিয়াবাতে, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের গাম্বিয়ার সলোমন কিং, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জাপানের কেতসুয়া ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের নেতৃত্বে থাকবেন ব্রাজিলীয় ডিফেন্ডার দানিলো কুইপাপা।
বাকি সাতটি দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন স্বাধীনতা ক্রীড়া সংঘের সজল ইসলাম, উত্তর বারিধারার ইয়াসির আহমেদ, চট্টগ্রাম আবাহনীর কৌশিক বড়ুয়া, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মাহমুদুল হাসান, সাইফ স্পোর্টিং ক্লাবের জামাল ভূঁইয়া, শেখ রাসেল ক্রীড়া চক্রের আশরাফুল ইসলাম ও আবাহনী লিমিটেডের নাবিব নেওয়াজ।
২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর এখন পর্যন্ত এই ট্রফি জেতেনি মোহামেডান। এবার তারা সাফল্যে আশাবাদী। দলটির অধিনায়ক সুলেমান বলেন, ‘আশা করি, মোহামেডান ভালো করবে। সেরা চারে থেকে লিগ শেষ করতে চাই আমরা। লিগে অনেক ভালো দল আছে, তাদের ভালো খেলোয়াড় আছে।’