শেরপুরে প্যানেল বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন

প্যানেল বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন। ছবি : এনটিভি
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল বঞ্চিত শিক্ষকরা আবারো মানববন্ধন করেছেন। আজ সোমবার দুপুরে শেরপুরের চাপাতলীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তাঁরা।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি (প্যানেল) শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে প্রায় দুই শতাধিক প্যানেল বঞ্চিত শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে তাঁরা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।