দামুড়হুদায় নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান এবং দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সায়মা ইউনুস চেয়ারম্যানদের এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমান সদস্যদের শপথবাক্য পাঠ করান। চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, দামুড়হুদা সদরে শরিফুল আলম মিল্টন, জুড়ানপুরে সোহরাব হোসেন, কুড়ালগাছিতে এনামুল করিম এবং কার্পাসডাঙ্গা ইউনিয়নে খলিলুর রহমান ভুট্টো।
গত ২৮ মে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ালগাছি এবং দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।