মাছের ঘাটতি নিয়েই চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ শুরু

বার্ষিক ছয় হাজার টন মাছের ঘাটতি নিয়ে চুয়াডাঙ্গায় পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০১১ সালের জরিপ অনুযায়ী জেলার মোট জনসংখ্যা ১১ লাখ ২৯ হাজার ১৫ জন। মাথাপিছু দৈনিক মাছের প্রয়োজন ৫৬ গ্রাম। বার্ষিক মাছের চাহিদা ২৩ হাজার ৭৭ টন, সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ১৬ হাজার টন। এ অবস্থায় ঘাটতি পূরণে জেলাজুড়ে পরিকল্পিতভাবে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা ও মৎস্য সহকারী আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে আনজুমান আরা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সরকারিভাবেই উদ্যোগ নিতে হবে। এ জন্য জলাশয়গুলোকে কাজে লাগাতে হবে। সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।