চট্টগ্রামে ৫০ কোটি টাকার ইয়াবা জব্দ

চট্টগ্রামের দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল সোমবার আনোয়ারার গহিরা ও বন্দরের বহির্নোঙর এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক দাম প্রায় ৫০ কোটি ১৮ লাখ টাকা।
এ ছাড়া ইয়াবা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকেও আটক করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের পূর্ব জোনাল কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গতকাল রাতে আনোয়ারার গহিরা এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে নয় লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে আটক করে কোস্টগার্ড। আটক ব্যক্তিরা হলেন—মো. হোসেন (৫৫) ও দয়াল (৪৫)। এ সময় তাঁদের দলের আরো কয়েকজন পালিয়ে যায় বলে জানান ক্যাপ্টেন শহিদুল ইসলাম। জব্দ হওয়া নৌকাটি টেকনাফ থেকে চট্টগ্রাম এসেছে বলে জানায় কোস্টগার্ড।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় চালানো আরেকটি অভিযান থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা।