যৌথ অভিযান চলবে : বিজিবি মহাপরিচালক

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালের সময় নাশকতাকারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ পিএসসি। এ সময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনেও ‘শান্তিপূর্ণ’ ভোটের জন্য মাঠে দায়িত্ব পালনের কথা জানান সীমান্তরক্ষী বাহিনীর প্রধান।
আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বিজিবির প্রধান।
মেজর জেনারেল আজিজ আহম্মেদ পিএসসি বলেন, সরকারবিরোধী আন্দোলনের নামে দীর্ঘদিন ধরে দেশব্যাপী চালানো নাশকতামূলক কর্মকাণ্ড এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তাই এখন থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে যারা অংশ নিয়েছিল, তাদের আইনের আওতায় আনতে দেশব্যাপী যৌথ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন যতদিন চাইবে, বিজিবি ততদিন এ কাজে তাদের সহযোগিতা করবে। আমাদের ভুলে গেলে চলবে না, যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা সন্ত্রাসী। অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে।
বিজিবি মহাপরিচালক আরো বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তায় বিজিবির টহল অব্যাহত থাকবে। সবাইকে মনে রাখতে হবে, বিজিবির কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। বরং নাশকতাকারী, সন্ত্রাসী ও ক্যাডারদের বিরুদ্ধে, যারা দেশের ও সাধারণ মানুষের শক্র।
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিজিবি প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে প্রার্থীদের প্রচার ও ভোট গ্রহণে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, বিজিবি সেভাবে কাজ করবে। সর্বোপরি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেদিকে নজর রাখবে বিজিবি।
মতবিনিময়ের সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ১২-এর পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, বিজিবি রংপুর ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, ১৪ বিজিবির উপপরিচালক মেজর ইকবাল আখতারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ সার্কিট হাউসে আজ বুধবার দুপুরে সাংবাদিকের সাথে মতবিনিময় করেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ পিএসসি।