ত্রিবার্ষিক সম্মেলনের ৩ মাস পর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তিন মাস পর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলাম নুরুর ছেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দীর্ঘ সাড়ে ১০ বছর পর গত ৭ জানুয়ারি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় নির্বাচকরা সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে পারেননি। অবশেষে গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ারের নাম ঘোষণা করা হয়।
রাতে এ খবর ছড়িয়ে পড়লে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের সমর্থনে পঞ্চগড় শহরে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। রাতেই নেতা-কর্মীদের নিয়ে বাবার কবর জিয়ারত করতে যান সম্রাট।
আওয়ামী লীগ সূত্র জানায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের নাম ঘোষণা করা হয়। কিন্তু সাধারণ সম্পাদক পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদ্স্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান ও আনোয়ার সাদাত সম্রাট সমানসংখ্যক ভোট পান। সম্মেলনে উপস্থিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ অতিথিরা সাধারণ সম্পাদকের নাম ঘোষণা না করে বিষয়টি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন বলে উপস্থিত নেতা-কর্মীদের জানিয়েছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফোন করে তাঁকে জানিয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় জেলা কমিটি গঠনের আলোচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে তিনি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চান।