খুলনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

খুলনা আজম খান কমার্স কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। আরিফুজ্জামানকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ছাত্রলীগের ক্যাডারাই আরিফুজ্জামানকে একা পেয়ে কুপিয়ে আহত করেছে। তাঁর মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলকে মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ফরিদ আহমেদ জানান, আজম খান কলেজের বাইরে দুই দল ছাত্রের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়েছিল। সেখানে ছাত্রদলের একজন সামান্য আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুদ্রা পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ছাত্রদল আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল আজ সকাল ৯টায় প্রথম আজম খান কমার্স কলেজে ক্যাম্পাসে মিছিল করে।
এর কিছু পরেই ছাত্রলীগ তারেক রহমানের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে মিছিল করে।
তার কিছু পরই ছাত্রদল নেতা আরিফুজ্জামানকে একা পেয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।