কল্যাণপুরের ওই বাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/26/photo-1469546277.jpg)
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’ তাজ মঞ্জিলের কয়েক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে মিরপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৫টার পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘অভিযানের পর ওই বাসা থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’
ঠিক কতজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ওসি জানান, ‘আমরা কয়েকজনকে এনেছি। সংখ্যাটা বলতে পারছি না।’ তবে তাদের আটক বা গ্রেপ্তার বলতে রাজি নন ওসি।
থানায় নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে তাজ মঞ্জিলের মালিকও আছেন কি না জানতে চাইলে ওসি বলেন, কারা কারা আছেন, এখনি বলা যাচ্ছে না।
পুলিশ জানায়, আজ ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে।
আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর রোডের বাড়ি তাজ মঞ্জিল। ভবনটি স্থানীয়দের কাছে ‘জাহাজ বিল্ডিং’ নামেও পরিচিত।