তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/30/photo-1469878543.jpg)
রাজধানীর কল্যাণপুরে তাজ মঞ্জিলে (জাহাজ বাড়ি) অভিযানের সময় আটক বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান তাঁকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাঁর এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) রণপ কুমার ভক্ত এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানান, আজ দুপুর সোয়া ২টায় আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে বিচারক নতুন কোনো রিমান্ডের আবেদন না থাকায় মমতাজ পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁর পক্ষে আদালতে জামিন আবেদন করা হয়। বিচারক আগামী ১ আগস্ট জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।
এর আগে গত বুধবার একই আদালতে মমতাজ পারভীনকে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাইলে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরের ওই বাড়িতে পুলিশের অভিযানে নয়জন নিহত ও একজন আহত হন। নিহত ব্যক্তিরা সবাই ওই বাসার ভাড়াটে ছিলেন।