নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের ১২ দিন পর তৌফিকুল ইসলাম (২৯) নামের এক ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে আলমডাঙ্গার জামজামি যমুনা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তৌফিক কলার ব্যবসা করতেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বলরামপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ইবি থানার বলরামপুর গ্রামের ব্যবসায়ী তৌফিক গত ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। ২২ জুলাই নিখোঁজের ঘটনায় ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সকালে যমুনা মাঠের জিকে খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজন ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তৌফিকের ভাই রফিকুল ইসলাম লাশটি শনাক্ত করেন।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, নিহত তৌফিকের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাঁর বিচ্ছিন্ন মাথাটি খুঁজে পাওয়া যায়নি।