বাউল আখড়ায় আগুন : মামলা হলেও গ্রেপ্তার নেই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাউল আখড়া পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।
গোবিন্দপুর আখড়ার মালিক জুলমত শাহ বাদী হয়ে গতকাল শনিবার রাতে দামুড়হুদা থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামি করা হয়েছে। মোট ৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি দেখানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আজ রোববার জানান, মামলার তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে। শিগগির জড়িতদের ধরা হবে।
এ দিকে আজ রোববার দুপুরে গোবিন্দপুর গ্রামের পুড়িয়ে দেওয়া জুলমত শাহর আখড়া পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, হাউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত বাউলদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান আরো জানান, এ থানায় মোট ২১টি আখড়া রয়েছে। এসব আখড়ায় নিয়মিত তদারকির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত শুক্রবার রাতে জুলমত শাহর আখড়াবাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিনজনকে মারধর করে। এ সময় দুই বাউলের মাথার আংশিক চুল কেটে দেওয়া হয়। দুর্বৃত্তরা আগুন দেয় দুটি বসতঘরেও।