চুয়াডাঙ্গায় বাউল আখড়ায় হামলায় দুজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার ভোরে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে।
দুই আসামি হলেন মদনা গ্রামের আলাউদ্দিন (২৫) ও একই গ্রামের নাসির উদ্দিন কালু (২৭)। বেলা ১১টার দিকে তাঁদের দামুড়হুদা থানায় পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তার হওয়া দুজনের জড়িত থাকার তথ্য মিলেছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আখড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধে হামলার ঘটনা ঘটেছে। অধিক তদন্তের স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
গত শুক্রবার রাতে গোবিন্দপুর গ্রামের জুলমত শাহর আখড়াবাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিনজনকে মারধর করে এবং দুজনের মাথার চুল কেটে দেয়। এ সময় দুটি বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরদিন এ ঘটনায় মামলা করা হয়।