খুলনায় পুলিশের অভিযানে ১১ শিক্ষার্থী গ্রেপ্তার

খুলনা মহানগরীর একটি মাদ্রাসা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে নেছারিয়া কামিল মাদ্রাসার ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ সময় ছাত্রাবাসটি থেকে কোনো অস্ত্র উদ্ধার করা না গেলেও বেশ কিছু জিহাদ-সংক্রান্ত বই উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নাশকতার পরিকল্পনা করতে ওই ছাত্রাবাসে গোপন বৈঠক চলছে বলে খালিশপুর থানা পুলিশের কাছে খবর আসে। পরে সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের কাছ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ফরম এবং বেশ কিছু জিহাদ-সংক্রান্ত বই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছাত্রশিবিরের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলেও জানান মনিরুজ্জামান মিঠু।
গ্রেপ্তারকৃতরা হলেন—নেছারিয়া মাদ্রাসার ছাত্র ইব্রাহিম খলিল (২৪), মো. মনিরুজ্জামান মনির (২৪), মো. জাহিদুল ইসলাম জাহিদ (২২), মো. মনিরুল ইসলাম মনির (১৯), মো. আরিফুল ইসলাম আরিফ (১৮) ও মো. আজিজুল ইসলাম (২৩), রায়েরমহল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. লিমন খান (১৮), দৌলতপুরের বিএল কলেজের অনার্স (ইতিহাস) চতুর্থ বর্ষের ছাত্র মো. রোকনুজ্জামান রোকন (২৪), অনার্স (অর্থনীতি) দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল কাদের (২৪), মাস্টার্সের (বাংলা) ছাত্র আবদুর রহমান (২৪) ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাহমুদুল হাসান রুবেল (১৯)।
গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।
এদিকে, গোপন বৈঠক ও শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে নেছারিয়া কামিল মাদ্রাসায় যোগাযোগের চেষ্টা করা হলেও সেখানে টেলিফোন ধরেননি কেউ।