সিলেটে বিএনপি নেতা আটক

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কদমতলী পয়েন্ট থেকে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ তাঁকে আটক করেন।
মকবুল হোসেন কদমতলী এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি কদমতলী পয়েন্টের সাউদিয়া রেস্টুরেন্টর স্বত্তাধিকারী।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাউদিয়া রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশ তাঁকে আটক করে।
কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে- এ ব্যপারে স্থানীয় পুলিশ ও প্রশাসন কোনো তথ্য জানায়নি।