ছিনতাই করা রিকশাভ্যান বিক্রির সময় দুই হত্যাকারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত রিকশাভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যা করা হয়েছে। ছিনতাই করা ভ্যান বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার দুই ছিনতাইকারির স্বীকারোক্তি অনুযায়ী গতকাল মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে চালকের মরদেহ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানিয়েছেন, গত সোমবার রাত ১০টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের ভ্যানচালক রাশিদুল ইসলামকে কৌশলে ডেকে নেয় শাহাবুল ও রাহুল নামে দুই ব্যক্তি। পরে সরিষাডাঙ্গা মাঠে রাশিদুলকে শ্বাসরোধ করে হত্যা করে রিকশাভ্যানটি ছিনতাই করেন তাঁরা। পরে গতকাল মঙ্গলবার ছিনতাই করা ব্যাটারিচালিত ভ্যানটি বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন শাহাবুল ও রাহুল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা পুলিশের কাছে হত্যা ও লাশগুমের কথা স্বীকার করেন। তাঁদের সাথে নিয়ে গত রাত ২টার দিকে সরিষাডাঙ্গা মাঠে মাটি খুঁড়ে ভ্যানচালক রাশিদুলের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানা পুলিশ ।
এ ঘটনায় আলমডাঙ্গায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান ওসি। নিহত রাশিদুলের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।