নরসিংদীতে বাসের ধাক্কায় শিশু নিহত

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাজমুল (৫) সৈয়দনগর এলাকার কালাম মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে নাজমুল ও তার মা রাস্তা পার হচ্ছিল। এ সময় বাস আসতে দেখে মা দৌড়ে রাস্তা পার হতে পারলেও শিশুটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। আশপাশের লোকজন উদ্ধার করে তাঁকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপুরে ইটাখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।