মাগুরায় চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মাগুরায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া ইজিবাইক চালক শাওন শেখের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছবি : এনটিভি
মাগুরায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া লাশটি ইজিবাইক চালক শাওন শেখের (১৮)। তিনি শহরের নিজনান্দুয়ালী পশ্চিমপাড়ার যাকাতশেখের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সালাউদ্দিন জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মাগুরা-শ্রীপুর সড়কের আঠারখাদা জোড়া সেতুর পশ্চিম পাশের মাঠ থেকে শাওনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখ, হাত-পা বেঁধে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহতের চাচা মাসুদ শেখ জানান, শাওনকে হত্যা করে তাঁর ইজিবাইক নিয়ে গেছে সন্ত্রাসীরা।